পোকামাকড় নিয়ন্ত্রণের সর্বোত্তম কৌশল কোনটি?
বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ পোকামাকড় বৃদ্ধির জন্য অনুকূল। শহর বা গ্রাম, গরমকাল কিংবা বর্ষা—প্রায় সব সময়ই আমরা তেলাপোকা, ছারপোকা, মশা, মাছি, উইপোকা ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনুভব করি। এগুলো শুধু অস্বস্তিকরই নয়, বরং বিভিন্ন রোগ জীবাণুর কারণও হতে পারে। তাই ঘর বা অফিসকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন সঠিক কৌশলে পোকামাকড় নিয়ন্ত্রণ করা।
কিন্তু প্রশ্ন হলো—পোকামাকড় নিয়ন্ত্রণের সর্বোত্তম কৌশল কোনটি? এই ব্লগে আমরা সহজ, নিরাপদ ও দীর্ঘস্থায়ী কিছু কৌশল আলোচনা করব, যা আপনাকে পোকামাকড়মুক্ত পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।
